
ছবিঃ সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান সম্প্রতি অংশ নেন ‘বরবাদের মুভি নাইট আয়োজনটিতে। সেখানে গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমি চলচ্চিত্রকে ভালোবাসি। আমি বড় হয়েছি এখানে। আমার বন্ধুও হয়েছে এখানে, শত্রুও হয়েছে এখানে।’ তাঁর এ বক্তব্যে উঠে আসে দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে পাওয়া নানা অভিজ্ঞতা ও আবেগের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে শাকিব খান আরও বলেন, সিনেমা তাকে অনেক কিছু দিয়েছে—ভালোবাসা, জনপ্রিয়তা, আবার কিছু কঠিন সময়ও। দেশের বাইরের বরবাদের সাড়া নিয়ে তিনি বলেন, ‘আমি ছবিতে মানুষের ভীড় দেখে ভেবেছি, এটা মধুমিতা সিনেমা হল। পরে শুনলাম ওটা ইতালির রোম।’
তিনি ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে আরও বলেন, ‘যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। এসেছিলাম তিনমাসের জন্য, অথচ পঁচিশ বছর কেটে গেছে।’
‘বরবাদের মুভি নাইট’ আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলেন, বরবাদ সিনেমার প্রযোজক, পরিচালকসহ অসংখ্য শাকিব ভক্তরা। এ আয়োজনে সবাইকেই বরবাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সূত্রঃ https://www.facebook.com/share/v/1Ac6gtUDvT/
আরশি