ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভেঙে গেল মাহির ৪ বছরের সম্পর্ক, কাঁদলেন অভিনেত্রী!

প্রকাশিত: ১৫:০৫, ২৪ এপ্রিল ২০২৫

ভেঙে গেল মাহির ৪ বছরের সম্পর্ক, কাঁদলেন অভিনেত্রী!

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি জানিয়েছেন যে, তাঁর দীর্ঘ চার বছরের সম্পর্ক সাদাত শাফি নাবিলের সঙ্গে ভেঙে গেছে। নিজেই এই সম্পর্কের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তিনি।​

গত ২৪ এপ্রিল, বৃহস্পতিবার, ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে মাহি লিখেছেন, “গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোলড হওয়া থেকে শুরু করে—আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া—সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।” তিনি আরও জানান, “আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি—আর এটা বলতে ভয় পাই না আমি।”​

মাহি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, “আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়।”​

জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি প্রকাশ করে মাহি লিখেছেন, “জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না—এবং আজকে আমার কাছে এটাই সত্য।”​

সামিরা খান মাহি ও সাদাত শাফি নাবিলের সম্পর্কের শুরু হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। প্রথমে বন্ধুত্ব, তারপর তা প্রেমে রূপ নেয়। দুই পরিবারের সম্মতিতে তাঁরা সম্পর্কটি প্রকাশ্যে আনেন। তবে, এখন সেই সম্পর্কের ইতি ঘটেছে।​

সম্প্রতি, মাহি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে এবং ক্যাপশনে ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, একের পর এক খারাপ সময় পার করে এখন তিনি ক্লান্ত, বিধ্বস্ত। তবে, তিনি আশা প্রকাশ করেন যে, এই কঠিন সময়ও কেটে যাবে।​

এই পরিস্থিতিতে, মাহি তাঁর ভক্তদের কাছে সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। তিনি বিশ্বাস করেন, এই কঠিন সময়ও কেটে যাবে এবং তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

শিহাব

×