ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইসলামের শিক্ষা ছড়াতেই এখন বেশি সুখ খুঁজে পান লুবাবা

প্রকাশিত: ০২:০৮, ২৪ এপ্রিল ২০২৫

ইসলামের শিক্ষা ছড়াতেই এখন বেশি সুখ খুঁজে পান লুবাবা

সময়ের সঙ্গে পাল্টেছে লুবাবার জীবনের ধারা। এখন তার জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামি শিক্ষা ও তা ছড়িয়ে দেওয়া। সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে ‘আলোকিত নারী’ পুরস্কার গ্রহণ করে একটি রিলস ভিডিও শেয়ার করেন লুবাবা, যেখানে তিনি বলেন, “এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।”

সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবা শুরুতে অভিনয়জগতে ছিলেন ব্যস্ত। নাটক থেকে সিনেমা—সব মাধ্যমেই তার উপস্থিতি ছিল মিষ্টি ও প্রাণবন্ত। তবে হঠাৎ করেই যেন এক নতুন লুবাবার আবির্ভাব ঘটে। বোরকায় আবৃত হয়ে, ইসলামি রীতিনীতিকে জীবনের প্রতিটি দিক দিয়ে মেনে চলার চেষ্টা করছেন তিনি।

নতুন এই পরিচয়ে লুবাবা হয়ে উঠেছেন অনেকে জন্য অনুপ্রেরণার নাম। অনেক নেটিজেনই তার এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে প্রশংসা করছেন।

 

রাজু

×