
ভারতের ছোট পর্দার জনপ্রিয় মুখ ললিত মনচন্দা আর নেই। মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতা। সোমবার (২১ এপ্রিল) উত্তর প্রদেশের মেরুটে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ললিতের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আত্মহত্যা না অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
ললিত মনচন্দা ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি বলিউডের কিছু ছবিতে পার্শ্বচরিত্রে এবং সাম্প্রতিককালে কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
অভিনেতার ঘনিষ্ঠদের বরাতে জানা গেছে, ললিত বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন এবং অর্থনৈতিক সংকটেও ভুগছিলেন। তবে এসব কারণেই তার মৃত্যু হয়েছে কিনা—তা এখনও স্পষ্ট নয়।
জনপ্রিয় এই অভিনেতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে।
রাজু