ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

অপু বিশ্বাসের প্রেম কেন পালিয়ে গেছে? জানালেন নিজেই

প্রকাশিত: ২৩:২১, ২৩ এপ্রিল ২০২৫

অপু বিশ্বাসের প্রেম কেন পালিয়ে গেছে? জানালেন নিজেই

ছবিঃ সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে তাঁর প্রেম ও দাম্পত্য জীবন বারবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। তবে প্রশ্ন উঠছেঅপু বিশ্বাসের প্রেম কেন পালিয়ে গেল?

অপু বিশ্বাসের সবচেয়ে আলোচিত প্রেম ও পরবর্তীতে বিয়ে হয়েছিল ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে। অনেকদিন এই সম্পর্ক ছিল গোপন। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে সন্তানসহ উপস্থিত হয়ে তিনি এই সম্পর্ক প্রকাশ্যে আনেন। তারপর থেকেই শুরু হয় সম্পর্কের টানা-পোড়েন।

শাকিব খান এই প্রকাশ্যে আসার বিষয়টি ভালোভাবে নেননি বলে ধারণা করা হয়। এরপরই শুরু হয় দূরত্ব, এবং শেষমেশ ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

তবে এর বাইরে নতুন করে অপুর প্রেমের খবর বাতাসে ভাসার কারণ এক টিভি অনুষ্ঠান। বাংলা টিভির এক সেলিব্রেটি টক শোতে অপুকে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘হ্যাঁ, এক সময় প্রেম করেছি, বিয়েও করেছি। ক্যারিয়ারের স্বার্থে তা গোপনও রেখেছি। কিন্তু এখন আর এসব নিয়ে চিন্তা নেই।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেই মা মারা গেলেন, একা বাচ্চা মানুষ করা অনেক কষ্টের। তাই এসব প্রেমের চিন্তা আর প্রেম দুটোই পালিয়ে গেছে।’

এ অনুষ্ঠানে বাপ্পী চৌধুরির সাথে প্রেম নিয়ে জানতে চাইলে, শুধুমাত্র সিনেমার পাবলিসিটির কারণেই ওই ঘটনা ছড়ানো হয়েছিল বলে জানান তিনি।

সূত্রঃ https://www.facebook.com/share/r/16cSJNrfj7/

 

আরশি

×