
ছবি: সংগৃহীত
কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ বড়ে গুলাম আলী খান ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণকারি কাসুর পাতিয়ালা ঘরানার বিখ্যাত হিন্দুস্তানী খেয়াল সঙ্গীতজ্ঞ ছিলেন।
১৯০২ সালের ২ এপ্রিল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণ করেন বিখ্যাত হিন্দুস্তানী খেয়াল সঙ্গীতজ্ঞ ওস্তাদ বড়ে গুলাম আলি।
১৯৪৭ সালে ভারত বিভাজনের পর পাকিস্তানে অবস্থান করেন। পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভারতে চলে আসেন। ১৯৫৭ সালে বোম্বের তৎকালীন মূখ্যমন্ত্রী মোরারজি দেসাইয়ের সহায়তায় ভারতীয় নাগরিকত্ব লাভ করেন ও মালাবার হিল মুম্বাইয়ের একটি বাংলোয় বসবাস করতে থাকেন। বিভিন্ন সময়ে লাহোর, বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদে অবস্থান করেন তিনি। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালকদের কাছ থেকে অনুরোধ স্বত্ত্বেও সুদীর্ঘকাল চলচ্চিত্রে গান পরিবেশন করা থেকে নিজেকে দূরে রাখেন।
সঙ্গীত পরিচালক নওশাদের সাথে ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত মুঘল-ই-আজম চলচ্চিত্রে সোহনি ও রাগেশ্রীভিত্তিক দুইটি গানে অংশ নেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বড়ে গুলাম আলী ১৯৬২ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন।
১৯৬৮ সালের ২৩ এপ্রিল হায়দ্রাবাদের বাঁশেরবাগ প্যালেসে তিনি মৃত্যুবরণ করেন।
কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ বড়ে গুলাম আলি খান সাহেবের প্রয়ান দিবসে বিনম্র শ্রদ্ধা।
রাজু