ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রশংসায় “হৃদয়ের এক কোণে”

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ২৩ এপ্রিল ২০২৫

প্রশংসায় “হৃদয়ের এক কোণে”

এই ঈদের অন্যতম সেরা নাটক “হৃদয়ের এক কোণে।” মহিদুল মহিমের নির্মাণে নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। ইতোমধ্যেই “হৃদয়ের এক কোণে” নাটকটি দর্শকদের হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে। ইউটিউবে মাত্র ১৭ দিনে ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে নাটকটি। দীর্ঘদিন বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিং-এ ২ নাম্বার তালিকায় ছিল নাটকটি। নাটকটি ইউটিউবে প্রচারের পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে। পারিবারিক রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকের গল্প, নির্মাণ, লোকেশন ও প্রতিটি দৃশ্য দর্শকদের দারুনভাবে মুগ্ধ করেছে। বিশেষ করে এই নাটকে জোভান ও তটিনীর অভিনয় ছিলো চোখে পড়ার মতো। ইউটিউব ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে আলোচনা চলছে। নাটকটি নিয়ে দর্শকদের ইতিবাচক মন্তব্যের যেন শেষ নেই। নাটকটি বর্তমানে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

প্যানেল

×