
জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা ‘দিল দিওয়ানা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। সৈকত রেজার পরিচালনায় এতে মডেল হয়েছেন শাহেদ ও প্রণমী। একইসঙ্গে দেখা যাবে সালমাকেও। গানটি নিয়ে দারুণ আশাবাদী গীতিকার জামাল হোসেন। তার ভাষ্য, ‘গানটির কথাগুলোর সঙ্গে চমৎকার সুর করেছেন আকাশ মাহমুদ। এর বাইরে সালমার কণ্ঠে গানটি দারুণ ফুটে উঠেছে। শ্রোতারা একটু ভিন্ন স্বাদের গান পাচ্ছে বলতে পারি।’
সালমা বলেন, ‘জামাল ভাই দারুণ একটা গান লিখেছেন। আর আকাশের সুরের কথা নতুন করে কিছু বলার নেই। অনেক দিন পর শ্রোতারা আমার কণ্ঠে একটি অন্যরকম গান পাচ্ছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
প্যানেল