
ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যক্তিগত তথ্য বা ভিডিও গোপন রাখা যেন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সজল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোড়ন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সজল মালিক রয়েছেন বলে দাবি করছেন নেটিজেনদের একাংশ। তবে ভিডিওটির সত্যতা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁস করা হয়েছে, হয়তো জনপ্রিয়তা বা ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে।
অন্যদিকে, সজলের ভক্তরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ভিডিওটি ফাঁস হওয়ার ঘটনায়। তারা ভিডিওটি না ছড়ানোর আহ্বান জানিয়ে অভিনেতার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।
এদিকে, এখন পর্যন্ত এ বিষয়ে সজল মালিকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তানের শোবিজ অঙ্গনে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগেও মিনাহিল মালিক ও ইমশা রহমানের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের নভেম্বরে মিনাহিল মালিক আইনগত সহায়তা নিয়েছিলেন এমন এক ঘটনার পর।
দিন দিন এমন ঘটনা বাড়তে থাকায় শোবিজ তারকাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে নেটিজেনদের একাংশের মধ্যে।
আসিফ