ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নায়িকারা হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকন পরে কাজ করলেও দোষ: অহনা রহমান

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩৭, ২৩ এপ্রিল ২০২৫

নায়িকারা হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকন পরে কাজ করলেও দোষ: অহনা রহমান

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী   কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জানান, ধীরে ধীরে অভিনয় জীবন থেকে সরে দাঁড়াতে চান তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়ায় কাজের পরিমাণ কমিয়ে দেবেন এবং ভবিষ্যতে একসময় পুরোপুরি বিদায় নেবেন শোবিজ জগৎ থেকে।

এই ঘোষণার পরই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন অহনা। ওমরাহ শেষে দেশে ফিরে তিনি নিজের জীবনে আনেন আমূল পরিবর্তন। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও দেখা যায় এক ভিন্ন রূপ। বেছে নিয়েছেন বোরকা ও হিজাবকে, যা এখন তার নিত্যদিনের অংশ।

এক সাক্ষাৎকারে অহনা বলেন, “ওমরাহ করে আসার পর হিজাব ও বোরকা পরেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আগামীতেও এই পোশাকই পরিধান করতে চাই।” তিনি আরও বলেন, “নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। ইন্টারভিউ দিতেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।”

তবে এই পরিবর্তনকে ঘিরে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। আক্ষেপ করে অহনা বলেন, “নায়িকাদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও কথা, বডিকন ড্রেস পরলেও কথা, মাথায় কাপড় দিয়েও কথা শুনতে হয়। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।”

ওমরাহ পালন প্রসঙ্গে অহনা আরও বলেন, “যারা কখনো হজ বা ওমরাহ করেনি, তারা এই অনুভূতি বুঝতে পারবে না। আমার সত্যি গুসবাম্পস হয়েছিল।” তিনি জানান, মানসিক প্রশান্তির জন্য ভবিষ্যতেও আবার সৌদি আরব যেতে চান। “আমি আবারও ওমরাহ করতে চাই। এবারও যেতে পারি। কারণ ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে। যদি একা থাকতে চাই বা মানসিক শান্তির প্রয়োজন হয়, আমি সৌদিতেই যাব।”

উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজে পা রাখার পর অহনা রহমান একের পর এক নাটকে অভিনয় করে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন।

আসিফ

×