
ছবি: সংগৃহীত
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা ব্যক্তিগতভাবে হরর বা ভৌতিক সিনেমা দেখতে ভয় পেলেও এই ঘরানার ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানিয়েছেন, অভিনয়ের অভিজ্ঞতা থেকে সেই ভয় কাটিয়ে উঠতে চান তিনি।
তমা মির্জা বলেন, “আমি হরর ফিল্ম ভয় পাই। তবে হরর ফিল্মে অভিনয়ের সুযোগ পেলে করতে চাই। আমার খুব ইচ্ছা, আমি একটা হরর ফিল্মে কাজ করতে চাই। আমার মনে হয়, শুটিংয়ের অভিজ্ঞতা থেকেই এই ভয় আরও কমে যাবে।”
তিনি আরও যোগ করেন, “এখন শুটিংয়ে আসার পর ভয় অনেকটাই কমে গেছে। মনে হচ্ছে, এটা তো শুটিং—এটা এইভাবে হয়, সেই অনুভবটা এখন হচ্ছে।”
তমা মির্জার এমন মনোভাব তার ভক্তদের জন্য নতুন এক দিক উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। হরর ঘরানায় তাকে দেখার অপেক্ষায় এখন দর্শকরা।
আবীর