ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আমি রাস্তায় বের হলে সবাই বলে আমি শাকিব খানের বউ: সুমাইয়া রিমু

প্রকাশিত: ০১:৩২, ২৩ এপ্রিল ২০২৫

আমি রাস্তায় বের হলে সবাই বলে আমি শাকিব খানের বউ: সুমাইয়া রিমু

ছবিঃ সংগৃহীত

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও এবং উপস্থিতির মাধ্যমে অনলাইনে ভাইরাল হয়ে ওঠা এই তরুণী সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি জানান—রাস্তায় বের হলেই মানুষ তাকে শাকিব খানের স্ত্রী বা নায়িকা ভেবে ভুল করে।

সুমাইয়া রিমু বলেন, "আমি রাস্তাঘাটে বের হলে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিছে—মানুষ বলে, ‘এই দেখো শাকিব খানের নায়িকা যাচ্ছে।’ আবার কেউ কেউ বলে, ‘এইটা কি শাকিব খানের বউ না?’"

তিনি আরও বলেন, "কালকে চার-পাঁচজন লোক এসে আমাকে বলেছে, ‘এই যে শাকিব খানের বউ, তার সাথে দেখা করবো।’ মানে এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে। আমি বুঝলাম না—আমি তার সাথে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম শাকিব খানের নায়িকা!"

তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে দেখছেন না রিমু। বরং তিনি একে নিজের জন্য একটি ‘বড় ক্রেডিট’ হিসেবে দেখছেন। তার ভাষায়, “তো যাই হোক, এটা আমার সবথেকে বড় একটা ক্রেডিট। আর এটা আমার শুনতে ভালো লাগে।”

সূত্রঃ https://www.facebook.com/reel/1015292496813825

ইমরান

×