ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বেশিরভাগ নায়করা এনগেজড বা বিবাহিত হওয়ার কারণে প্রেম করতে পারছেন না দীঘি!

প্রকাশিত: ০০:৪০, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৫৬, ২৩ এপ্রিল ২০২৫

বেশিরভাগ নায়করা এনগেজড বা বিবাহিত হওয়ার কারণে প্রেম করতে পারছেন না দীঘি!

ছবি: সংগৃহীত।

ছোটবেলা থেকেই রূপালি পর্দায় অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে পেয়েছেন তিন-তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি প্রার্থনা ফারদিন দীঘি — ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের ব্যস্ততম একজন নায়িকা।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত অনুভূতি ও প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। সঞ্চালক যখন জানতে চান, শুটিং সেটে কাজ করতে গিয়ে কখনো কি প্রেমে পড়েছেন? — উত্তরে হাসতে হাসতে দীঘি বলেন, “প্রেম করব কীভাবে, সব নায়ক তো বিবাহিত!”

দীঘি ব্যাখ্যা করে বলেন, “আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশিরভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। ইন-আ-রিলেশনশিপ থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। কাজ করতে গিয়ে প্রেমের কোনো সুযোগই হয়নি আসলে।”

নিজের পেশাদার মনোভাবের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। বলেন, “আমি সবসময় নিজের ফোকাস রাখি কাজের ওপর। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি কাজের পরিবেশকে প্রভাবিত না করে। অভিনয়ের প্রতি আমার কমিটমেন্টটা সব সময়ই শক্ত।”

সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে দীঘির অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই সিনেমায় দীঘির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। দর্শকমহলে সিনেমাটি ইতোমধ্যেই ভালো সাড়া ফেলেছে।

প্রেম, কাজ এবং ক্যারিয়ার— এই তিন দিক সামলাতে দীঘির নজর এখন কেবলই সামনে এগিয়ে যাওয়ার দিকে।

নুসরাত

×