ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রয়া চৌধুরীর অনন্য সম্মাননা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ২২ এপ্রিল ২০২৫

রয়া চৌধুরীর অনন্য সম্মাননা

রয়া চৌধুরী

বাংলাদেশের সংস্কৃতির অন্যতম মুখ আবৃত্তিশিল্পী রয়া চৌধুরী আমেরিকার নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপ থেকে সার্টিফিকেট অব রেকগনিশন অর্জন করেছেন। মেয়র ফিলিপ ক্রেমার এই সম্মাননা প্রদান করেন তার কবিতা আবৃত্তির প্রতি নিষ্ঠা ও আন্তঃসাংস্কৃতিক বন্ধনের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে। রয়া দীর্ঘদিন বাংলা ও দক্ষিণ এশিয়ার কাব্য ঐতিহ্যকে লালন করে আসছেন। তার কণ্ঠস্বর ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

তার অ্যালবাম বেদনাদূতি, ইচ্ছামতী ও অভিসার শ্রোতার মন জয় করেছে। গ্র্যামি জয়ী পণ্ডিত বিশ্ব মোহন ভট্টের সঙ্গে যুগল পরিবেশনায় গীতাঞ্জলি বিশেষ প্রশংসিত হয়েছে। তিনি ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ডসহ পেয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফ্রেম অ্যাওয়ার্ড, বেস্ট রেসিটেশন আর্টিস্ট ২০২২, বাংলাদেশ অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২ এবং চরদিকে সেলফ-রিলায়ান্ট অ্যাওয়ার্ড ২০২৩।

×