
শাকিব খান
‘পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে ‘বরবাদ’ এবং ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে। আমার শখ এখনো পূরণ হয়নি। তাছাড়া চলচ্চিত্র আমার শখ না, এটা আমার নেশা এবং পেশা। আমি আসলে এভাবে বোঝাতে পারব না যে, চলচ্চিত্র আমার কাছে কী। আমি চলচ্চিত্রকে ভালোবাসি। আমি কত নাম্বার নায়ক, সেই বিচার আমি কখনো করিনি। জীবনের শুরু থেকে আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না’-সোমবার রাতে এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’ সিনেমার বিশেষ প্রিমিয়ার শোয়ের আগে এ কথা বলেন নায়ক শাকিব খান।
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ এখনো মহাসমারোহে চলছে দেশের প্রেক্ষাগৃহে। প্রিমিয়ার শোয়ের আগে সাংবাদিকদের মুখোমুখি হন নায়ক শাকিব খান। তিনি বলেন, আমি যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি, তখন আমার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এসেছিলাম তিন মাসের জন্য, হয়ে গেছে পঁচিশ বছর। আমি বড় হয়েছি এখানে, বেড়ে উঠেছি এখানে, বন্ধুও হয়েছে এখানে, শত্রুও হয়েছে এখানে। তাই বলতেই পারি, চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সব থেকে কাছে অবস্থান করে। ‘বরবাদ’ সিনেমার প্রসঙ্গে কথা বলেন তিনি।
বিশ্বব্যাপী সিনেমার এই সাফল্য নিয়ে শাকিব বলেন, আজ সত্যি হচ্ছে কথাটা। এক সময় আমি বলতাম, আমার দেশের চলচ্চিত্র হলিউড, বলিউড সিনেমার পাশে, মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হবে। কয়েকবছর ধরে কিন্তু সেটাই হচ্ছে। এবং আমাদের আন্তর্জাতিক এই যাত্রা দিন দিন বেড়েই চলেছে। গতবছর আমরা ‘তুফান’ দারুণ ব্যবসা করেছে। এ বছর ‘বরবাদ’ আরও ভালো ব্যবসা করছে। আগামীতে যে সিনেমাগুলো আসবে, আশা করি সেগুলো আরও বেশি ব্যবসা সফল হবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।