
অভিনেত্রী ববিতা
আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী অভিনেত্রী ববিতা। তিনি কখনো ফেসবুক ব্যবহার করেন না। অথচ তার নামে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে তিনি গুরুতর অসুস্থ এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তার ভক্তদের মাঝে বেশ উদ্বেগ দেখা যায়। পরে জানা যায়, অসুস্থ নন ববিতা। মূলত তার নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অপতথ্য ছড়ানো হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা নিজেই। তিনি বলেন, আমি ফেসবুক ব্যবহার করি না।
এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে এর আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ববিতা। বিষয়টি জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়, তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি। এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বলেন, এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে।
চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়-স্বজনের মনের কী অবস্থা হয় ? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি। এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসাতেই আছেন। তিনি বলেন, আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।
প্রসঙ্গত, কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ববিতার। এখানে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। পরে ফরিদা আক্তার পপি থেকে ববিতা হয়ে ওঠেন জহির রায়হানের উর্দু সিনেমা ‘জ্বলতে সুরুজ কি নিচে’র মাধ্যমে।