
ছবি: সংগৃহীত।
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও খোলামেলা মন্তব্য করে আলোচনায় এলেন। ব্যক্তিজীবনের প্রেম নিয়ে তিনি বরাবরই নির্দ্বিধায় কথা বলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সমাজে নারীদের প্রেম নিয়ে বিদ্যমান বৈষম্যের বিষয়টি তুলে ধরে বলেন, “সমস্যাটা প্রেম নয়, সমস্যাটা হচ্ছে— প্রেমটা একজন নারী করলে।”
স্বস্তিকা বলেন, “একজন পুরুষ যদি একাধিক সম্পর্কে জড়ায়, তখন সমাজ বলে, ‘ওয়াইল্ড লাইফ’, খুব দারুণ জীবন। আর একজন নারী প্রেম করলেই তার গায়ে 'বেশ্যা' তকমা দেওয়া হয়। ছয়টি প্রেম করলে নারীকে অপবাদ দেওয়া হয়, আর পুরুষ করলে বলা হয়, ‘ভাই, এলেম আছে!’ এমন দ্বিচারিতার মধ্যেই আমাদের বাস।”
কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি জীবনে ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। এ মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
তিনি বলেন, “জীবনটা আমার। আমি যদি ছয় হাজার মানুষকে ভালোবাসতে চাই, তাতেই বা সমস্যা কোথায়? আমি তো কাউকে হত্যা করছি না, জালিয়াতি করছি না, প্রতারণা করছি না। সমাজে প্রতিদিন ভয়ংকর সব অপরাধ ঘটছে, অথচ প্রেম নিয়ে সবার এত প্রশ্ন!”
তিনি আরও বলেন, “আমার ভেতরে অনেক ভালোবাসা আছে, যা বিলি করতে চাই— যেন লিফলেট ছড়িয়ে দিচ্ছি। আমি চাই জীবনটা ভালোবাসায় পূর্ণ হোক, তারপর মরতে পারি শান্তিতে।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
সায়মা ইসলাম