ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ছয়টা নয় ৬০০ প্রেম করেছি, ক্যাওড়াতলায় যাওয়ার আগে আরও একটা শূন্য জুড়তে চাই

প্রকাশিত: ২০:২৪, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫২, ২২ এপ্রিল ২০২৫

ছয়টা নয় ৬০০ প্রেম করেছি, ক্যাওড়াতলায় যাওয়ার আগে আরও একটা শূন্য জুড়তে চাই

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সবসময় খোলামেলা কথাবার্তার জন্য পরিচিত। ব্যক্তি জীবন থেকে প্রেম— কোনও কিছুই আড়াল রাখেন না তিনি। তার জীবন যেন এক সিনেমাটিক গল্প, যার প্রতিটি অধ্যায়ই চর্চার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, তিনি জীবনে ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। তবে এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়। অবশেষে আলোচনার জবাবে স্বস্তিকা রসিক ভঙ্গিতে বলেন, “ছয়টা নয়, আসলে ৬০০ প্রেম করেছি। আগে ভুল বলেছিলাম। ক্যাওড়াতলায় যাওয়ার আগে আরও একটা শূন্য জুড়তে চাই। সেটাই আমার জীবনের উদ্দেশ্য।”

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কে কী বলছে তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। স্বস্তিকার কথায়, “জীবনটা আমার। যদি ছয় হাজার মানুষকে ভালোবাসতে চাই, তাহলে তাতেই আনন্দ। আমি তো বলছি না কাউকে হত্যা করবো, জালিয়াতি করবো বা কারও সঙ্গে প্রতারণা করবো। সমাজে প্রতিনিয়ত ভয়ঙ্কর অপরাধ ঘটে চলেছে, অথচ প্রেম নিয়েই এত প্রশ্ন!”

নারীর প্রেম নিয়ে সমাজে থাকা বৈষম্যের বিরুদ্ধে সাফ কথা বলেন অভিনেত্রী। তার মতে, “একজন পুরুষ একাধিক সম্পর্কে জড়ালে বলা হয় 'ওয়াইল্ড লাইফ', আর একজন নারী করলে তকমা হয় 'বেশ্যা'। ছয়টি প্রেম করলে নারীকে অপবাদ দেওয়া হয়, আর পুরুষ করলে তাকে বাহবা দেওয়া হয়। এটাই বাস্তব সমাজ।”

স্বস্তিকা আরও বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রেম করতে চান, ভালোবাসতে চান। তার ভাষায়, “ভালোবাসা আমার ভেতরে অনেক রয়েছে, যা বিলি করে দিতে চাই— যেন লিফলেট ছড়িয়ে দিচ্ছি। পূর্ণতা নিয়েই বিদায় নিতে চাই এই পৃথিবী থেকে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

সায়মা ইসলাম

×