
প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। বিবাহিত জীবনের নয় বছর পূর্তিতে আজ (২২ এপ্রিল) স্ত্রীকে নিয়ে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন তিনি। ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা গেছে স্ত্রীর বেবিবাম্প, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
ছবির ক্যাপশনে অমি লেখেন, ‘৯ বছর একসাথে’! পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে—৮৩ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যে রিঅ্যাকশন দিয়েছেন। অনেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন অতিথির আগমনের জন্য শুভকামনা জানিয়েছেন।অমি জানান, “আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো জানি না ছেলে হবে নাকি মেয়ে, কারণ আমি জানতে চাইনি। শুধু চাই, বাচ্চা ও স্ত্রী দুজনেই যেন সুস্থ থাকে। সবার কাছে দোয়া চাই।”
প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতি নিয়ে অমি বলেন, “এখনো ঠিক বুঝতে পারছি না। সন্তান আসার পরই বুঝতে পারব আসল অনুভবটা কী। তবে এখন একটু অন্যরকম লাগছে। স্ত্রীকে এমনভাবে আগে দেখিনি, মনে হচ্ছে নতুন এক মায়া তৈরি হচ্ছে।”
এই খুশির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে অভিনন্দনের জোয়ার।
রাজু