ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পার্থ-বৃষ্টির নতুন নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২১ এপ্রিল ২০২৫

পার্থ-বৃষ্টির নতুন নাটক

দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নতুন একটি নাটকে কাজ শুরু করেছেন। মেহরাব জাহিদের রচনা ও সোহেল রানা ইমনের পরিচালনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকে অভিনয় করেছেন। গত রবি ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাপা শূটিং ও তার আশপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। বিন্দু ভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন আফরিনা রহমান। তানিয়া বৃষ্টি বলেন, এই নাটকে আমি দীপা নামক একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা সুন্দর, ভালোবাসার গল্প। আমাদের কাজের রসায়নটা এরই মধ্যে বেশ জমে উঠেছে। ইমন ভাইয়ের কাজটা প্রথম কাজের চেয়ে অনেক ভালো হয়েছে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে। পার্থ শেখ বলেন, তানিয়া বৃষ্টি একজন দুর্দান্ত পারফর্মার। ইমন ভাইয়ের নির্দেশনায় আমরা দুজন এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। বৃষ্টি সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। পরিচালক সোহেল রানা ইমন জানান, ‘এই শহরে মেঘেরা একা’ নাটকের গল্প রোমান্টিক কিন্তু শেষে কষ্ট আছে।

প্যানেল

×