
পুনম মিত্র একাধারে একজন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। সম্প্রতি তিনি ‘এলো বৈশাখ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গে গেয়েছেন ইবনাত সালমা। গানটি লিখেছেন মো. জামাল হোসেন, সুর সংগীত করেছেন পুনম মিত্র নিজেই। গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন পুনম। বৈশাখের গান হওয়াতে বৈশাখের দিন দেশের আনাচে কানাচে গানটি বেজেছে। পুনম বলেন, শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইকে ধন্যবাদ আমার ওপর বিশেষত এই গানটির বিষয়ে আস্থা রাখার জন্য। প্রথম দিন থেকেই এত অভূতপূর্ব সাড়া পাব তা কখনো ভাবিনি। ধন্যবাদ আমার সহশিল্পীকে। ধন্যবাদ রঙ্গন মিউজিক পরিবারকে। এ বছরের বৈশাখী গানের মধ্যে আমার গানটা ট্রেন্ডিং-এ আছে শিল্পী হিসেবে এটাই আমার প্রাপ্তি। পুনমের প্রথম মৌলিক গান ছিল কণার সঙ্গে ‘তোমাকে ভেবে ভেবে’। এরপর তার কণ্ঠে ‘ধরো যদি হাত’, ‘আমি তোর রাধা হবো’, ‘মায়া’, ভারী মন খারাপ’সহ বেশ কিছু গান প্রকাশ পায়। শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে কোনালের সঙ্গে দ্বৈত গান ‘আমি চাঁদের জোছনা হয়ে’। এটি লিখেছেন জামাল হোসেন। এ ছাড়াও আগামী ২৪ এপ্রিল প্রকাশ পাচ্ছে পুনমের কথা ও সুরে ‘তোমার ছায়ায় প্রেম’ নাটকের ‘লুকোচুরি চাঁদ’ শিরোনামের গান, যাতে তার সহশিল্পী মধুবন্তী নন্দী।
প্যানেল