
ফ্রান্স ও কানাডার দুই চলচ্চিত্র উৎসবে লড়বে জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। দুটি উৎসবে প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ছবিটি। স্বাধীন চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকী জানান, ফ্রান্সের টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যালে ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে ‘দাঁড়কাক’ প্রতিযোগিতা করবে জুরি পুরস্কার এবং দর্শক পুরস্কারের জন্য। টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল দুপুর ২টায় প্রদর্শিত হবে ‘দাঁড়কাক’। কানাডার মন্ট্রিয়েলে আগামী ২৪ এপ্রিল থেকে ৪ মে সিনেমা হলে এবং ১-১০ মে অনলাইনে চলবে মনট্রিয়েল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। সেখানে ‘দাঁড়কাক’ ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে। তিনি বলেন, আমরা খুবই আনন্দিত ছবিটি ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। আশা করছি সাফল্য আসবে।
ফ্রান্সে ২৩-২৭ এপ্রিল পর্যন্ত চলমান এই উৎসবটি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এই বছর ১০টি পূর্ণদৈর্ঘ্য এবং ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’-এর ইংরেজি নাম ‘র্যাভেন’। খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দাঁড়কাক’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী নিজে। দাঁড়কাক পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখের অস্তিত্ব সংকটের গল্প বলে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা, এবিএম সাইদুল হক, জেরিন আক্তার শিমুল, আখলাকুজ্জামান খান প্রমুখ।
প্যানেল