ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই, হাতে গোনা ২/৪টা থাকুক, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক: শবনম ফারিয়া

প্রকাশিত: ০২:০০, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:০১, ২১ এপ্রিল ২০২৫

জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই, হাতে গোনা ২/৪টা থাকুক, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক: শবনম ফারিয়া

ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি মূলত নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। ব্যক্তিগত জীবনেও খোলামেলা ভাবনার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে বন্ধুত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

পোস্টে ফারিয়া লিখেছেন,

“আজ থেকে ১০ বছর আগে আমরা সপ্তাহে ৭ দিনের মধ্যে সম্ভবত ৫ দিন একসাথে আড্ডা দিতাম। আমাদের নিয়ে অনেকে হিংসা করতো! তখন আরও অনেকে ছিল, কিন্তু ভাবিনি কোনোদিন তারা অচেনা কেউ হয়ে যাবে। তবে ১০ বছর পর আমরা তিনজন একসাথে হলাম। ২-৩ ঘণ্টা কখন কেটে গেল, বুঝতেই পারিনি। শুধু গল্পের টপিক পাল্টেছে—এখন গল্প হয় বাচ্চাদের নিয়ে, আমাদের বাবা-মা নিয়ে, বাড়িঘর সামলানোর স্ট্রাগল নিয়ে।

আলহামদুলিল্লাহ, ১০ বছরে আমাদের সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমরা এখন অনেক ম্যাচিউর, সবার জীবনেই এসেছে উন্নতি, গ্রোথ। তবে একেকজনেরটা একেক রকম। জীবনে জেনুইন বন্ধুত্ব আল্লাহর একটা রহমত। রাত ৩টায় বিপদে পড়লেও আমি জানি, আমি যদি ফোন করি, আমার বন্ধুরা ছুটে আসবে। জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই, হাতে গোনা ২/৪টা থাকুক, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক।”

সূত্রঃ https://www.facebook.com/share/1Fk6PNPy8u/

ইমরান

×