ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি: নুরুল হক নুর

প্রকাশিত: ২৩:৫৪, ২০ এপ্রিল ২০২৫

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি: নুরুল হক নুর

ছবিঃ সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের অন্যতম নেতা নুরুল হক নুর বলেছেন, সরকারের নিরপেক্ষতার জন্য দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি।

নুরুল হক নুর বলেন, “আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূ-রাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে। সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়।

ড. ইউনুস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে শ্রদ্ধা করি। তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা, জেল-জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি।”

তিনি বলেন, “এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার, এবং যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটি দল গঠন করেছে, এখানে মিডিয়াসহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে বা গণঅভ্যুত্থানের নেতা—এই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদল ছিল, শিবির ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল—দলমত নির্বিশেষে সকল ছাত্ররা ছিল।

সেখানে ছাত্রদের একটি ক্ষুদ্র অংশ সরকারে গিয়েছে, সেটাও আমরা সমর্থন করেছি। কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি।”

তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করেন কিংবা প্রধান উপদেষ্টা এ বিষয়ে ব্যবস্থা না নেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে শীঘ্রই কর্মসূচি দেওয়া হবে।”

সূত্রঃ https://youtu.be/HSQjaof7E-U?si=VZDB0RxFo_jQ_psd

ইমরান

আরো পড়ুন  

×