ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

অভিনয় শিল্পী সংঘের নতুন নেতৃত্ব

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ২০ এপ্রিল ২০২৫

অভিনয় শিল্পী সংঘের নতুন নেতৃত্ব

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আবদুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৩১০ ভোট। এছাড়া অভিনেতা শাহেদ শরীফ খানকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তিনি পেয়েছেন ৩৩২ ভোট।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আগেও বলেছি, এখনো বলছি সবাইকে সঙ্গে নিয়ে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। আপনারা আগেই জেনেছিলেন অভিনয়শিল্পী সংঘ সরকার থেকে একখণ্ড জমি পেয়েছিল। সেটা নিয়ে সম্প্রতি একটু জটিলতা হয়েছে। শপথ নেওয়ার পর জমি ফিরিয়ে আনার চেষ্টা করব।
২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম (৩৬০), ইকবাল বাবু (৩৩৬) ও শামস সুমন (২৯৯)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সুজাত শিমুল (৩০৩) ও রাজিব সালেহীন (২১৩), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু (২৭৬), অনুষ্ঠান সম্পাদক হয়েছেন এম এ সালাম সুমন (২৪৭), আইন ও কল্যাণ সম্পাদক হয়েছেন সূচনা সিকদার (৩৮৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুকুল সিরাজ (৪১৮) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল (২৫৭)। এছাড়া অর্থ সম্পাদক নুরে আলম নয়ন ও দপ্তর সম্পাদক তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আগেই।

প্যানেল

×