ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২০ এপ্রিল ২০২৫

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

মেঘদল ব্যান্ডের নতুন গান ‘গোলাপের নাম’। গানটির ভিডিওচিত্র এসেছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। গানটির কথা ও সুর করেছেন দলের গায়ক, গীতিকার ও সুরকার শিবু কুমার শীল।  আর ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য সৌরভ সরকার। ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের ১০টি গানের মধ্যে সপ্তম গান হিসেবে প্রকাশ হয়েছে ‘গোলাপের নাম’, বাকি ৩টি আসছে এ বছরই। শিবু বলেছেন, ২০১৩ সালের দিকে মনের মধ্যে এই গান দানা বাঁধছিল। সে সময় মাথায় কি চলছিল তা গুছিয়ে বলা কঠিন তবে মহিষের শিংয়ের মতো বুনো এক প্রেমিকের প্রতিচ্ছবিই যে বাক্যগুলোর মধ্যে এসে হাজির হচ্ছিল তা অনুমান করি। অব্যাখ্যাত কিছু অনুভূতি নিয়ে মার্কেজের ‘মেমোরিজ অব মাই মেলানকোলিক হোরস’ উপন্যাসের সেই বুড়ো জার্নালিস্ট কেন্দ্রীয় চরিত্রটি যেন আমাকে দিয়ে এই গান লিখিয়ে নিয়েছিল। তার কথায়, অ্যালুমিনিয়ামের ডানার সপ্তম গান হিসেবে প্রকাশিত এই গান যদি শ্রোতার ভালো লাগে তবে আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে।
অ্যালবামের বাকি তিনটি গান এ বছরই প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিবু। মেঘদলের সদস্যরা যে যেমন ভূমিকায় আছেন- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ), তানভির দাউদ রনি (কি-বোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিওনেট, স্যাক্সোফোন)।

প্যানেল

×