ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৩০ এপ্রিল কাতারে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

প্রকাশিত: ১৯:৪১, ২০ এপ্রিল ২০২৫

৩০ এপ্রিল কাতারে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

কাতারে বসতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন— এশিয়ান মেগা কনসার্ট ২০২৫। আগামী ৩০ এপ্রিল, বুধবার, রাজধানী দোহা’র সানাইয়া এলাকার এশিয়ান টাউন এম্ফিথিয়েটার-এ অনুষ্ঠিত হবে এই জমকালো কনসার্ট।

বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগর বাউল জেমস থাকছেন প্রধান আকর্ষণ হিসেবে। তার সুরে মাতবে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়।

দ্যা রয়েল আকসা রেস্টুরেন্ট— কাতারে বাংলাদেশি মালিকানাধীন একটি স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান—এই কনসার্টের আয়োজন করছে।

আয়োজকরা জানিয়েছেন, জেমসের সঙ্গে মঞ্চ মাতাতে আরও অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা। তালিকায় রয়েছেন: বিদ্যা সিনহা মিম, ববি হক, বেইলি আফরোজ, রিপা, ইজাজ, আরফান এবং ইউসুফ।

সংগীতানুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম।
দর্শকদের জন্য গেট খুলবে বিকেল ৪টায়, আর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এটি শুধু একটি কনসার্ট নয়, বরং প্রবাসীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যার প্রতিশ্রুতি, যেখানে সুর, আলো আর সংস্কৃতি একসঙ্গে মিলে তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতা।

 

রাজু

×