
বলিউডের নবাব পরিবারে যেমন রাজকীয়তা রয়েছে, তেমনি আছে শিল্প-সাহিত্যের প্রতি এক দুর্দান্ত ভালোবাসা। তারই প্রকাশ ঘটল শাশুড়ি-জামাইবউয়ের এক আবেগঘন মুহূর্তে। কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বাংলা সিনেমায় প্রত্যাবর্তনকে ঘিরে ভরে উঠেছে প্রশংসা আর ভালোবাসায়। আর সেই তালিকায় যুক্ত হলেন কারিনা কাপুর খান, যিনি শাশুড়িকে আখ্যা দিলেন “বাংলার বাঘিনী” নামে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় কারিনা বলেন, “আমার শাশুড়ি আইকনিক, কিংবদন্তি শর্মিলা ঠাকুরকে শুভেচ্ছা জানাতে চাই। তিনি প্রায় ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন। তিনি ছিলেন এবং সবসময়ই বাংলার বাঘিনী থাকবেন। আমার মনে হয়, সবাই এই সুন্দর সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমিও সিনেমা হলে গিয়ে দেখব।”
শুধু কারিনা নন, শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলি খান এবং মেয়ে সোহা আলি খানও মায়ের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিরিজের ‘অপরাজিত’ চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় অভিষেক হয় শর্মিলা ঠাকুরের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে তার অভিনয় আজও বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয়। পরবর্তীতে তিনি বলিউডে পা রেখে হয়ে উঠেছিলেন অন্যতম সফল অভিনেত্রী। ছিলেন ভারতের প্রথম অভিনেত্রী যিনি সাহসিকতার সঙ্গে বিকিনিতে হাজির হন ক্যামেরার সামনে।
সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন বাংলা ছবি ‘পুরাতন’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ইতোমধ্যেই সিনেমাটি পেয়েছে দর্শকদের প্রশংসা ও ভালোবাসা। তবে এই সিনেমাই হতে পারে শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ের জন্য নিজেকে আর ফিট মনে করেন না। তাই হয়তো বাংলা সিনেমায় আর দেখা যাবে না তাকে।
তবুও, বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য ‘পুরাতন’ হয়ে রইল এক অমূল্য ‘নতুন’ স্মৃতি।
রাজু