ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন কুসুম শিকদার

প্রকাশিত: ২১:৪৯, ১৯ এপ্রিল ২০২৫

সৌন্দর্য ধরে রাখার রহস্য জানালেন কুসুম শিকদার

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

 

সাক্ষাৎকারগ্রহীতার প্রশ্ন ছিল—“আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে, আপনাকে ছোটবেলায় যেমন দেখেছিলাম, এখনো তেমনই দেখছি। এটা কীভাবে সম্ভব?” উত্তরে কুসুম বলেন, “আল্লাহ প্রদত্ত সৌন্দর্য—এর উপরে কিছু নেই। পাশাপাশি জেনেটিক্যালি আমার বাবা-মা, এমনকি ফুফুদেরও স্কিন ছিল দারুণ। তারা খুব বেশি মেইনটেইন করতেন না, কিন্তু স্কিন ছিল অসাধারণ। তাদেরটাই পেয়েছি হয়ত।”

 

তিনি আরও বলেন, “আর খাওয়া-দাওয়ার দিকেও যতটা পারি খেয়াল রাখি। তবে সবচেয়ে বড় বিষয় আমি খুব পজিটিভ। নেতিবাচক বিষয়গুলোকে কখনোই আমার ৪ পাশে থাকতে দেই না। কারণ এসবই মানসিক চাপ তৈরি করে এবং সেটা মুখে ও জীবনে প্রতিফলিত হয়। তাই নেতিবাচক মানুষ ও কথাবার্তা এড়িয়ে চলে আমি আমার চারপাশে সবসময় পজিটিভ এনার্জি রাখতে চাই।”

 

সোর্স: https://www.facebook.com/share/v/16Bn2r4GFG/

রবিউল হাসান

×