ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

 “নেশা” নিয়ে বিতর্ক, বন্ধুত্ব ও মিডিয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

প্রকাশিত: ২১:২৩, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৫, ১৯ এপ্রিল ২০২৫

 “নেশা” নিয়ে বিতর্ক, বন্ধুত্ব ও মিডিয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার তাঁর আলোচিত মিউজিক ভিডিও "নেশা" এবং মিডিয়ায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

সেখানে তিনি জানান, “নেশা” গানটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। তবে কিছু মানুষ, বিশেষ করে একজন পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ইচ্ছাকৃতভাবে গানটি নিয়ে নেতিবাচক প্রচারণা চালান। “তিনি চেয়েছিলেন গানটি ব্যর্থ হোক। হয়তো তিনি সফল হয়েছিলেন তাঁর উদ্দেশ্যে, কিন্তু আমি আরও বেশি সফল হয়ে গিয়েছিলাম—কারণ ‘নেশা’ একদিনেই লাখ লাখ ভিউ পেয়েছিল,” বলেন কুসুম।

তিনি বলেন, “তখন তো কোনো বড় ওটিটি বা ইউটিউবে বেশি কনটেন্ট ছিল না। এরপরও আজ আট বছর পরও মানুষ গানটি নিয়ে কথা বলে, দেখে ও শুনে। এর মানে, কাজটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।”

মিডিয়াতে বন্ধু আছে কিনা এমন প্রশ্নে কুসুম বলেন, “বন্ধু বলতে যদি আড্ডা, পার্টি বুঝায় তাহলে অনেকেই বন্ধু। কিন্তু বিপদের সময় পাশে থাকে এমন বন্ধু নেই বললেই চলে।”

তবে ফজলুর রেজা সাগরকে তিনি বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আমি উনাকে বস ডাকি। তিনি অত্যন্ত শক্তিশালী এবং ভালো মনের একজন মানুষ। শুধু আমি না, মিডিয়ার অনেকেই তাঁকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে।

 

সোর্স: https://www.facebook.com/share/v/16Bn2r4GFG/

রবিউল হাসান

×