ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘দাগি’ এবার আমেরিকায়: দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে আরও ১৩ শহরে

প্রকাশিত: ২০:০৭, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১২, ১৯ এপ্রিল ২০২৫

‘দাগি’ এবার আমেরিকায়: দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে আরও ১৩ শহরে

দেশে সাড়া জাগানোর পর এবার যুক্তরাষ্ট্রের পর্দায় উঠছে আলোচিত বাংলা সিনেমা ‘দাগি’। শুরুতে বাংলাদেশে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি। আফরান নিশো ও তমা মির্জার অভিনয় দর্শক-সমালোচক সকলের মন জয় করে নেয়। মুক্তির পর কেটে গেছে কিছু সময়, কিন্তু এখনও দেশের প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটির সফল প্রদর্শনী।

দেশের গণ্ডি পেরিয়ে ‘দাগি’ এরই মধ্যে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এবার যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২৫ এপ্রিল থেকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার ১৫টি শহরে মুক্তি পাচ্ছে ‘দাগি’, বায়োস্কোপ ফিল্মস-এর পরিবেশনায়।নিউইয়র্কের ‘কেউ গার্ডেন সিনেমাস’-এ টানা সাত দিন চলবে ‘দাগি’র প্রদর্শনী। থাকবে ২১টি শো। একই দিনে সিনেমাটি দেখা যাবে বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটলান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমাসহ আরও বেশ কয়েকটি বড় শহরে।

এখানেই শেষ নয়—২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যার মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগোসহ আরও কিছু শহর।

এছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি পৌঁছে যাবে সুইডেন, ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে।

নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, “দেশের বাইরেও হাউসফুল শো চলছে ‘দাগি’র। সামনে আরও কিছু দেশে মুক্তি পাবে সিনেমাটি, সেখান থেকেও ভালো সাড়া আসবে বলে আশা করছি। দেশের তুলনায় বিদেশে দর্শকদের প্রতিক্রিয়া আরও বেশি হবে বলেই মনে করি।”

উল্লেখ্য, ‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

বাংলাদেশি সিনেমার এমন আন্তর্জাতিক যাত্রা নিঃসন্দেহে দেশের গর্ব বাড়াচ্ছে।

রাজু

×