ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ডিজনির ‘স্নো হোয়াইট’ সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৯ এপ্রিল ২০২৫

ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ডিজনির ‘স্নো হোয়াইট’ সিনেমা

ছবি: সংগৃহীত

ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত অভিনয় করেছেন—এই কারণে ডিজনির নতুন চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’ লেবাননে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। লেবাননের প্রভাবশালী সংবাদপত্র আন-নাহার ও মার্কিন বিনোদনমাধ্যম ডেডলাইন-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২১ মার্চ, তবে লেবাননে তা আর মুক্তি পাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিবাদেই এমন পদক্ষেপ নিয়েছে লেবানন সরকার।


বৈরুতভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে, গ্যাল গ্যাদতের নাম বহু আগেই লেবাননের ইসরায়েল বয়কট তালিকা-তে রয়েছে। ফলে তার অভিনীত কোনো ছবি সেখানে মুক্তি পায় না। ‘স্নো হোয়াইট’ ব্যতিক্রম নয়।

সিনেমাটির ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা।

মূলত জার্মান লেখক গ্রিম ভাইদের রূপকথা ‘স্নো হোয়াইট’-এ বলা হয়েছিল, স্নো হোয়াইট হবেন “বরফের মতো সাদা”। সেই অনুসারেই চরিত্রটি নিয়ে দর্শকদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু ডিজনি ২০২১ সালে ঘোষণা দেয়, লাতিন বংশোদ্ভূত অভিনেত্রী রেচেল জেগলার হবেন নতুন স্নো হোয়াইট। এতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মুক্তির আগেই বিতর্ক এতটাই তীব্র হয় যে, ডিজনি ছবির প্রিমিয়ার অনুষ্ঠান সীমিত করে ফেলে।

প্রথম ‘স্নো হোয়াইট’ চলচ্চিত্র নির্মিত হয় ১৯০২ সালে, নির্বাক সংস্করণে। এরপর এ রূপকথা এসেছে সবাক ও অ্যানিমেটেড রূপে। ডিজনির সাম্প্রতিক সংস্করণটি এই জনপ্রিয় চরিত্রের আধুনিক রূপায়ণ।

তথ্যসূত্র: ডেডলাইন, আন-নাহার, ইতালিয়ান ফিল্মস

এসএফ 

×