
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান অবশেষে ঘোষণা দিলেন তার বহু প্রতীক্ষিত নতুন সিনেমার মুক্তির তারিখ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ও প্রশংসিত ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হিসেবে আসছে ‘সিতারে জমিন পার’, যা আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।
প্রথমে এই স্পোর্টস ড্রামা ছবিটি ৩০ মে মুক্তির পরিকল্পনা থাকলেও বক্স অফিসের বিভিন্ন বিষয় বিবেচনা করে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ইতোমধ্যেই ছবির সম্পাদনার কাজ সম্পন্ন হয়েছে এবং প্রচারণা শুরু করার তোড়জোড় চলছে।
সূত্র বলছে, ‘সিতারে জমিন পার’ মূলত একটি স্পোর্টস-ভিত্তিক ড্রামা হলেও এতে থাকবে আমির খানের ছবির মতোই হিউমার ও আবেগঘন মুহূর্তের চমৎকার মিশেল। দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে আমিরের উপস্থিতি—তবে এবার তিনি থাকবেন একটি ছোট চরিত্রে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “গল্পটা শুনেই আমি মুগ্ধ হয়েছিলাম। তাই সিদ্ধান্ত নিই অভিনয়ের পাশাপাশি ছবিটিতে সম্পৃক্ত থাকার।”
এই সিনেমার ট্রেলার মুক্তি নিয়েও থাকছে অভিনব আয়োজন। আগামী ১ মে যখন মুক্তি পাবে অজয় দেবগণের নতুন ছবি ‘রেইড ২’, তখনই একই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার। এভাবেই দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমাটির মুক্তির দিনক্ষণ।
এখন শুধু অপেক্ষা—একটি আবেগঘন গল্প ও নতুন বার্তা নিয়ে ‘সিতারে জমিন পার’-এর বড় পর্দায় অভিষেকের।
রাজু