
ছবি: সংগৃহীত
প্রেমের সম্পর্কে চিত্রনায়িকা পরীমনির জড়ানো নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও অনুভূতিগুলো বরাবরই খোলামেলাভাবে প্রকাশ করেন তিনি। প্রেমিক ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ-উৎসবে মেতে ওঠা কিংবা সামাজিক মাধ্যমে ভালোবাসার মুহূর্তগুলো তুলে ধরার বিষয়েও তার কোনো দ্বিধা নেই।
গত কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই অভিনেত্রীর সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন বিনোদন অঙ্গনে ওপেন সিক্রেট হয়ে উঠেছে। দুজনের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। এমনকি শেখ সাদীর মায়ের তৈরি নানা পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ পোস্ট করে পরীমনি সেই সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট করেন।
তবে হালে শোনা যাচ্ছে, এ সম্পর্ক এখন আর আগের মতো নেই। সামাজিক মাধ্যমে দুজনের সাম্প্রতিক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। পরীমনি একটি কালো ব্যাকগ্রাউন্ডে পোস্ট করেছেন ‘ব্ল্যাকমেলার’, অন্যদিকে সাদী একই ধরনের ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন শুধু তিনটি ডট (…)। এই পোস্টগুলো তাঁদের ভক্ত-অনুরাগীদের মনে সম্পর্ক ভাঙনের শঙ্কা জাগিয়েছে।
শেখ সাদীর পোস্টে কেউ লিখেছেন, “শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।” কেউ আবার লিখেছেন, “এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই, সাদী ভাই।” যদিও পরীমনি তাঁর পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছেন, তবু পোস্টটি শেয়ার করে অনেকে সাদীকে ট্যাগ করে নানা মন্তব্য করেছেন।
এর আগে পরীমনি একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়ে তা নিয়ে প্রকাশ্যে এসেছেন, এমনকি বিয়েও করেছেন। নির্মাতা ও অভিনেতা—দুজনের সঙ্গেই তাঁর বৈবাহিক সম্পর্কের কথা জানা গেছে। তবে বনিবনা না হওয়ায় সেই সম্পর্কগুলো শেষ পর্যন্ত টেকেনি। সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তাঁর সংসারেরও পরিসমাপ্তি ঘটে।
এরপর থেকেই পরীমনিকে শেখ সাদীর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। তাঁরা একসঙ্গে ঘুরেছেন, ফেসবুকে একে অপরের প্রশংসা করেছেন। এমনকি এক পর্যায়ে শেখ সাদী আদালতে পরীমনির জামিনদার হিসেবেও দাঁড়িয়েছেন—যা তাঁদের সম্পর্ককে আরেক ধাপে নিয়ে যায়। তবে সম্প্রতি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, চলছে মান-অভিমান।
তবে এই দূরত্ব কি চিরস্থায়ী? কেউ কেউ মনে করছেন, এই সম্পর্ক হয়তো আবার স্বাভাবিক হতে পারে। আবার অনেকেই বলছেন, এবার সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছেছে, যা মেরামত করা সম্ভব না।
এই সম্পর্ক ভাঙনের পেছনে নতুন একটি কারণও শোনা যাচ্ছে—পরীমনির বাসায় কিছুদিন কাজ করা এক গৃহকর্মীকে ঘিরে। অভিযোগ, সেই গৃহকর্মী দায়িত্বে অবহেলার কারণে চাকরি হারানোর পর সামাজিক মাধ্যমে পরীমনি ও সাদীকে ঘিরে নানা বিভ্রান্তিকর মন্তব্য করেন। পরীমনির ঘনিষ্ঠজনদের দাবি, এসব মিথ্যা ও বানোয়াট তথ্য তাঁদের ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং সামাজিকভাবেও ইমেজ সংকটে ফেলে।
ফলে এখন দুজনেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজেদের অবস্থান বোঝাতে চাইছেন, তবে সরাসরি কিছুই বলছেন না। সম্পর্ক ভাঙল কি না, সেটা সময়ই বলে দেবে।
আসিফ