
ছবি: সংগৃহীত
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী রিয়া মনি একটি অনুষ্ঠানে পারফর্ম করছেন, অথচ সেই সময় তার শ্বশুর হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে রিয়া মনি জানিয়েছেন, তিনি বিষয়টিকে দোষের কিছু মনে করেন না।
রিয়া মনি বলেন, “আমি একজন পারফর্মার, এটা আমার পেশা। আমি আমার শ্বশুরকে হাসপাতালে রেখে এসেছি মানে এই না যে আমি তাকে গুরুত্ব দিচ্ছি না। বরং ওনার সেবা নিশ্চিত করে, তার অনুমতি নিয়েই আমি কাজে এসেছি।”
প্রসঙ্গত, বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি।
তৃতীয় স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে হিরো আলমের এমন অভিযোগের বিপরীতে এবার মুখ খুললেন রিয়া মনিও। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, হিরো আলম তার সাথে প্রতারণা করে চতুর্থ বিয়ে করেছেন।
রিয়া মনি বলেন, ‘আলম ওই মেয়েটার সাথে প্রায় তিনমাস বাসা ভাড়া নিয়েছিল। আমি তার থেকে দূরেই ছিলাম। অফিস ছিল এক জায়গায়, আর আমাদের বাসা ছিল অফিস থেকে দূরে। সেক্ষেত্রে সে (আলম) নিয়মিত বাসায় আসতে পারত না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে আলম তিনমাস ছিল।’
রিয়া মনি স্পষ্ট জানিয়েছেন, তিনি তার দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন এবং তার কাজও করেছেন পেশাদারিত্ব বজায় রেখে। তবে এই ঘটনাটি আমাদের সামনে নিয়ে এসেছে একটি বড় প্রশ্ন — ব্যক্তিগত দায়িত্ব বনাম পেশাগত দায়িত্বে কোনটি আগে?