ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘টাকার জন্য হিরো আলমের কাছে আসিনি’ সংবাদমাধ্যমকে যা বললেন রিয়া মনি

প্রকাশিত: ১৬:০৩, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৬, ১৮ এপ্রিল ২০২৫

‘টাকার জন্য হিরো আলমের কাছে আসিনি’ সংবাদমাধ্যমকে যা বললেন রিয়া মনি

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই হিরো আলম ও রিয়া মনির বিচ্ছেদের কথা ছড়িয়ে পড়েছে। হিরো আলমের বাবার অসুস্থতার সময় রিয়া মনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাচের ভিডিও দিলে, হিরো আলম তাকে বয়কটের সিদ্ধান্ত নেন। এ ঘটনার পরে রিয়া মনিকে সংবাদ মাধ্যমের কাছে পাল্টা যুক্তি উপস্থাপন করতে দেখা যায়।

তার বক্তব্যে রিয়া বলেন, ‘আমি কয়েকদিন ধরেই তাকে বোঝাচ্ছি। তার সাথে থাকতে যেয়ে আমিও কিন্তু অনেককিছু ফেস করেছি। এতকিছু সহ্য করেও আজকে আমি তার স্ত্রী।’

তিনি আরও বলেন, ‘আমি তার তৃতীয় স্ত্রী। আমার আগেও তার আরও দুইজন স্ত্রী ছিল। আমি কিন্তু টাকার জন্য তার কাছে আসিনি।’

তবে এ ব্যাপারে হিরো আলম সংবাদ মাধ্যমের নতুন করে কোনো বক্তব্য দেননি।

সূত্র: https://www.facebook.com/reel/1221378719571579

আরশি

×