
ছবি: সংগৃহীত
“নায়িকাদের পায়ে পায়ে দোষ। কথা বললে দোষ, কথা না বললেও দোষ। হিজাব পড়লে দোষ, হিজাব না পড়লেও দোষ। মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ, মাথায় কাপড় না দিয়ে কাজ করলেও দোষ।” — সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই করে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অহনা।
এই বক্তব্যে তিনি তুলে ধরেছেন বিনোদন জগতে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির বাস্তব ও কষ্টদায়ক চিত্র। অহনা বলেন, “নারী যদি নিজের মতো করে কিছু করে, তখনই তাকে নানা রকম কথা শুনতে হয়। অথচ তার পরিশ্রম, আত্মত্যাগ, সাফল্য — এসব যেন কারো চোখে পড়ে না। শুধু কে কী পরেছে, কীভাবে কথা বলেছে — এগুলোর ওপরই আলোচনার ঝড়।”
অহনার এই মন্তব্য ঘিরে আবারও সামনে চলে এসেছে এক পুরনো বিতর্ক — নারী তারকা মানেই যেন বিতর্কের লক্ষ্যে পরিণত হওয়া! তিনি বলেন, “অনেক সময় শুটিংয়ে আমি মাথায় ওড়না দিয়ে থাকি — তখন অনেকে বলে, ‘দেখো অভিনয় করছে।’ আবার না দিলেও বলে, ‘অভিনেত্রী হয়ে মাথা খোলা রাখে!’ তাহলে আসলে ঠিক কোনটা করলে ঠিক?”
অহনার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে তার স্পষ্টবাদিতাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ একে ‘অতিরিক্ত নাটকীয়তা’ বলেও মন্তব্য করেছেন। তবে একটি বড় অংশ বলেছেন — “অহনা ঠিক কথাই বলেছে, নারী তারকাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনো অনেক ক্ষেত্রেই সংকীর্ণ।”