
ছবি : সংগৃহীত
সঞ্জয় লীলা ভণশালীর বিতর্কিত চলচ্চিত্র 'পদ্মাবতী'-এর 'ঘুমার' গানে দীপিকা পাড়ুকোনের পোশাকে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে নির্মাতা দল। রাজপুত সংগঠন, করনি সেনার তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গানের নতুন সংস্করণে দীপিকার খোলা মিডরিফ অংশে কম্পিউটার জেনারেটেড ইমেজ (CGI) প্রযুক্তির মাধ্যমে নীল রঙের ফ্যাব্রিক যুক্ত করা হয়েছে।
মূল গানটিতে দীপিকার ঐতিহ্যবাহী রাজপুত পোশাকে মিডরিফ পেটের অংশ খোলা থাকায় রাজপুত সম্প্রদায়ের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, যাদের মতে রাজপুত রানীরা কখনই এভাবে শরীর প্রদর্শন করতেন না।
চলচ্চিত্র সেন্সর বোর্ডের নির্দেশনা মেনে এই পরিবর্তন আনা হলেও নির্মাতা দল কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইউটিউবে গানের পরিবর্তিত সংস্করণ আপলোড করেছেন। এই সিদ্ধান্তকে ঘিরে চলচ্চিত্র জগতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, এটি ঐতিহাসিক সত্যতা বজায় রাখার নামে শৈল্পিক স্বাধীনতায় হস্তক্ষেপের একটি উদাহরণ। অন্যদিকে, করনি সেনা এখনও চলচ্চিত্রটির সম্পূর্ণ নিষিদ্ধকরণ ও ভন্সালীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।
এই চলচ্চিত্রকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। রাজস্থানের একদল নারী চলচ্চিত্র মুক্তি পেলে আত্মদাহের হুমকিও দিয়েছিলেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে চলচ্চিত্রটির মুক্তি পেছাতে বাধ্য হয়েছিল নির্মাতা দল। এখন ২৫ জানুয়ারি মুক্তির জন্য প্রস্তুত ''পদ্মাবতী'' নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। চলচ্চিত্রটি মুক্তির পর এই সমস্ত বিতর্কের কী প্রভাব পড়বে, তা নিয়ে চলচ্চিত্র মহলে চলছিল নানা জল্পনা-কল্পনা।
সূত্র: indiatvnews
আঁখি