ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সামান্থার মন্তব্যে চমক! হৃতিক নয়, সৌন্দর্যে এগিয়ে প্রাক্তন স্বামী নাগা চৈতন্য

প্রকাশিত: ২২:৩৫, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৩৭, ১৭ এপ্রিল ২০২৫

সামান্থার মন্তব্যে চমক! হৃতিক নয়, সৌন্দর্যে এগিয়ে প্রাক্তন স্বামী নাগা চৈতন্য

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশন তাঁর চেহারা ও ব্যক্তিত্বের জন্য বরাবরই অনুরাগীদের হৃদয় জয় করে এসেছেন। তবুও, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মনে করেন, হৃতিকের সৌন্দর্য অতিরঞ্জিত। সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে নায়কদের সৌন্দর্যের ভিত্তিতে নম্বর দিতে বলা হয়েছিল সামান্থাকে। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে বিনা দ্বিধায় ১০-এ ১০ দেন তিনি। রণবীর কাপুর পান ৮, আর শাহিদ কাপুর ‘কামিনে’র আগে পান মাত্র ৪, তবে ওই ছবির পর তার নম্বর বেড়ে হয় ৯।

সবচেয়ে চমকপ্রদ ছিল হৃতিক রোশনকে নিয়ে মন্তব্য। সামান্থা জানান, “সবাই আমাকে মেরে ফেলবে এটা বললে... কিন্তু আমার হৃতিককে তেমন ভাল লাগে না। ওর সৌন্দর্যটা একটু বাড়াবাড়ি রকমের। আমি ওকে ১০-এর মধ্যে ৭ দেব।”

এর পরেই যখন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের নাম ওঠে, সামান্থা এক কথায় বলেন, “অবশ্যই ১০-এ ১০ দেব।” এই মন্তব্যের ভিডিয়ো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোচনার ঝড়। নেটাগরিকদের একাংশ বলছেন, তখন সামান্থা ছিলেন স্বামীর প্রেমে অন্ধ বলেই হয়তো হৃতিককেও পিছিয়ে রেখেছিলেন।

উল্লেখ্য, সামান্থা সম্প্রতি বরুণ ধওয়ানের বিপরীতে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে এই পুরনো মন্তব্য নতুন করে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও রুচি নিয়ে আবারও কৌতূহল বাড়াল দর্শকমহলে।

রাজু

×