ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মিথিলার ‘ভালো আমি বাসলাম যারে’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ১৭ এপ্রিল ২০২৫

মিথিলার ‘ভালো আমি বাসলাম যারে’

.

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে প্রেম বিরহের গান ‘ভালো আমি বাসলাম যারে’ এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এনামুল হক পলাশ। সুর করেছেন কে ডি বিজন। মিথিলা বলেন, অনেকদিন পর আমার নতুন মৌলিক গান প্রকাশ হওয়ায় ভীষণ ভালো লাগছে। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এরইমধ্যে বিভিন্ন স্টেজ শোতে গানটি গেয়েছিও আমি। এরইমধ্যে মিথিলা বাংলাভিশনের দিনপ্রতিদিন এবং এসএটিভির স্টারটক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এরইমধ্যে বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে সম্মাননাসূচক অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন মিথিলা। যে কারণে বেশ উচ্ছ্বসিত তিনি।  নেত্রকোনার মো. আবু তাহের ও তাহমিনা ইয়াসমিন দম্পতির ছোট সন্তান তানজিনা মিথিলা। ছোটবেলায় গানে তার হাতেখড়ি অনিতা দেবীর কাছে। এরপর তিনি গান শিখেছেন নেত্রকোনা শহরের শতদল সংস্কৃতি একাডেমির রতন সরকারের কাছে। এরপর তিনি নেত্রকোনার বাংলার সুজন তোপদারের কাছেও সংগীতে তালিম নিয়েছেন। মিথিলার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিল তার নিজেরই লেখা, সুর করা ‘আঁধো আঁধো’ গানটি। মিথিলার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। এরপর একক গান ‘ছুঁয়ে দিলে হাত’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এই গানও তার নিজেরই লেখা ও সুরে। মিথিলা জানান বেশকিছু নাটকেও তার গান রয়েছে।

প্যানেল

×