ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শুধু অভিনয় নয়, ব্যবসা দিয়েই কোটিপতি শিল্পা! জানালেন নিজের সাফল্যের

প্রকাশিত: ২১:৩০, ১৭ এপ্রিল ২০২৫

শুধু অভিনয় নয়, ব্যবসা দিয়েই কোটিপতি শিল্পা! জানালেন নিজের সাফল্যের

বলিউডের তারকারা কেবল রুপালি পর্দার ঝলকেই সীমাবদ্ধ নন। তাঁদের অনেকে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমেও বিপুল অর্থ উপার্জন করেন। তেমনই এক উদাহরণ শিল্পা শেট্টি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার দুনিয়াতেও দাপট দেখাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানালেন, অভিনয় নয়—ব্যবসার হাত ধরেই তিনি হয়ে উঠেছেন কোটিপতি।

ঘটনাটি প্রায় আট বছর আগের। একটি শিশুদের ত্বক পরিচর্যা পণ্যের সংস্থা শিল্পাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চেয়েছিল। তবে সংস্থার তখনকার আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে অভিনেত্রীর পারিশ্রমিক দেওয়ার সামর্থ্যও তাদের ছিল না।

সেই মুহূর্তে চমকপ্রদ এক সিদ্ধান্ত নেন শিল্পা। তিনি পারিশ্রমিক না নিয়ে বিনিয়োগের প্রস্তাব দেন। সংস্থার অংশীদার হয়ে ওঠেন তিনি। আর এই সিদ্ধান্তই তাঁর ভাগ্য বদলে দেয়।

শিল্পার দাবি, ২০১৮ সালে তিনি মাত্র ৬.৭ কোটি টাকা বিনিয়োগ করে পেয়েছিলেন ১৬ লাখ শেয়ার। পাঁচ বছর পর, ২০২৩ সালে ওই বিনিয়োগের মূল্য দাঁড়ায় প্রায় ৩৯ কোটি টাকা। ওই বছরই শিল্পা ১৩.৯৩ লক্ষ শেয়ার বিক্রি করে প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ টাকা লাভ করেন।

বর্তমানে ওই সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে ১০০ কোটির বেশি, অর্থাৎ এটি একটি 'ইউনিকর্ন' কোম্পানি। সূত্রের দাবি, ২০২৫ সালের ১৭ এপ্রিল সংস্থাটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ২৩৬ টাকা। এখনো পর্যন্ত শিল্পার কাছে রয়েছে ২.৩ লক্ষ শেয়ার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি ৪২ লক্ষ টাকা।

সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘‘আমি এমন কোনও পণ্যের মুখ হতে চাই না, যেটা আমার নীতির পরিপন্থী। পানমশলা বা কৃত্রিম পানীয়ের বিজ্ঞাপন আমি করব না।’’ তিনি আরও যোগ করেন, ‘‘অনেক সময় এত টাকা অফার করে যে, প্রলোভনে পড়ে যেতে মন চায়। তবুও নিজের মূল্যবোধ ধরে রাখাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’’

ব্যবসার জগতে অভিনব সিদ্ধান্ত ও মূল্যবোধের প্রতি অটল থেকে শিল্পা শেট্টি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনেত্রী নন—একজন দূরদর্শী উদ্যোক্তাও।

 

রাজু

×