
ছবি : সংগৃহীত
নিজের ডায়েট ও মেইনটেইন ব্যাপারে অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ বলেন, একটা সময় আমি খুব শুকনো, ছিমছিমে ছিলাম। এখন হয়তো একটু কম মেইনটেইন করছি, তাই স্বাস্থ্য বেড়ে গেছে।
তিনি বলেন, তবে আমি ডায়েট করছি, জিমে যাচ্ছি, ইয়োগা করছি, মেডিটেশন নিচ্ছি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ফিটনেস ঠিক করে উঠতে পারব।
তিনি আরো বলেন, আমি কখনোই আগের মতো এতো শুকনো হতে চাই না। একটা মিডিয়াম ফিগার ধরে রাখতে চাই।
মায়মুনা