ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঊর্বশীর ‘সৌন্দর্য’ মন্তব্যে বিতর্কের ঝড়, বাবার রূপ বর্ণনা ঘিরে নেটপাড়ায় সমালোচনা

প্রকাশিত: ০২:০৪, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:০৪, ১৭ এপ্রিল ২০২৫

ঊর্বশীর ‘সৌন্দর্য’ মন্তব্যে বিতর্কের ঝড়, বাবার রূপ বর্ণনা ঘিরে নেটপাড়ায় সমালোচনা

বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার কারণ তাঁর সৌন্দর্য নিয়ে করা এক মন্তব্য, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাবার রূপের প্রশংসা করতে গিয়ে নিজের ও পরিবারের সৌন্দর্য বর্ণনায় এমন কিছু বলেন অভিনেত্রী, যা অনেকের চোখে বেফাঁস মন্তব্য হিসেবেই ধরা পড়েছে।

এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও সুন্দর। আমার বাবার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। উনি ফর্সা, সুদর্শন এবং দেখতে একেবারে সুপার মডেলের মতো।” এখানেই থেমে যাননি তিনি। আরও বলেন, “আমার দিদা বৈজয়ন্তীমালার থেকেও কম সুন্দর নন। বয়স ৯০ হলেও এখনো তাঁর মুখের ত্বক টানটান। এটা আমাদের জিনগত বৈশিষ্ট্য।”

এই মন্তব্যের সূত্র ধরে ঊর্বশী জানান, “আপনারা যেটা দেখছেন, সবটাই স্বাভাবিক। আমি উত্তরাখণ্ডের মানুষ। এখানকার লোকজন এমনিতেই সুন্দর। কৃত্রিম কিছু করার প্রয়োজন হয় না।” আর এই বক্তব্যেই শুরু হয় বিতর্ক।

নেটিজেনদের একাংশ মনে করছেন, ঊর্বশীর মন্তব্যে অহংকার ও অন্যদের প্রতি তাচ্ছিল্য স্পষ্ট। কেউ কেউ প্রশ্ন তুলেছেন—সবসময় নিজেকে সবার থেকে আলাদা বা ‘সেরা’ হিসেবে প্রমাণ করার এই প্রবণতা কি একপ্রকার আত্মম্ভরিতা নয়? অনেকেই অভিনেত্রীর বক্তব্যকে ‘ক্লাসিস্ট’ এবং ‘অসংবেদনশীল’ বলেও আখ্যা দিয়েছেন।

তবে এসব বিতর্কে বিশেষ কর্ণপাত করছেন না ঊর্বশী।  সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বলিউডে আসা ঊর্বশীকে ইতিমধ্যে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে দেখা গেছে। সম্প্রতি তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

রাজু

×