ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘কৃষ-৪’ এ হৃতিক রোশানের চমক, একাই তিন চরিত্রের ভূমিকায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১৬ এপ্রিল ২০২৫

‘কৃষ-৪’ এ হৃতিক রোশানের চমক, একাই তিন চরিত্রের ভূমিকায়

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গ্যায়া’ বদলে দিয়েছিল বলিউডের সুপারহিরো ঘরানার চেহারা। গল্পটা ছিল সহজ-সরল রোহিতের, যে ছিল মানসিক প্রতিবন্ধী। বাবার বিজ্ঞান গবেষণাগারে একদিন খেলার ছলে চাপ দিয়ে ফেলে এক বিশেষ কোড—‘ওম’। সেই কোডই পৃথিবীতে ফিরিয়ে আনে এলিয়েনদের। ঘটনাক্রমে রোহিতের জীবনে আসে ছোট্ট এক এলিয়েন ‘যাদু’, আর সেই থেকেই শুরু হয় অলৌকিক এক যাত্রা।

এই সিনেমার মাধ্যমে নিজের অভিনয়ের ভিন্নতা প্রমাণ করেছিলেন হৃতিক রোশন। এরপর একে একে ‘কৃষ’ (২০০৬), ‘কৃষ-২’ ও ‘কৃষ-৩’—সবগুলোতেই দর্শকদের তাক লাগিয়েছেন বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করে। এবার আসছে বহুল প্রতীক্ষিত ‘কৃষ-৪’, আর তাতে থাকছে আরও বড় চমক।

জানা গেছে, ‘কৃষ-৪’–এ একাই তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। শুধু অভিনয় নয়, এবার পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে তাঁর। এতদিন ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক ছিলেন রাকেশ রোশন, কিন্তু এবার ছেলের কাঁধে দিয়েছেন পরিচালনার ভার। ফলে একই সঙ্গে নায়ক, পরিচালক ও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন হৃতিক। বলিউডে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এই নতুন দায়িত্বের দিকে তাকিয়ে এখন সবাই।

আরও চমকপ্রদ খবর হলো, ফিরে আসছে ‘যাদু’! ‘কোই মিল গ্যায়া’ থেকে ‘কৃষ-৩’—সব চরিত্রদের নিয়ে এক নতুন গল্প সাজানো হচ্ছে। ফলে সিনেমায় আবারও দেখা যাবে রোহিতের মা হিসাবে রেখা, থাকবে প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়–এর মতো আগের চরিত্রগুলোও। একটি বিশেষ চরিত্রে নোরা ফতেহিকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে কঙ্গনা রানাউতের ফেরার সম্ভাবনা এখনো অনিশ্চিত।

এই সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের তৃতীয় ভাগে এবং মুক্তি পাবে ২০২৬ সালে। আপাতত হৃতিক ব্যস্ত রয়েছেন ‘ওয়ার-২’ সিনেমার শুটিংয়ে।

বলিউডে একই সিনেমায় একসঙ্গে তিন চরিত্র, পরিচালনা ও সৃজনশীল পরিচালকের দায়িত্ব নেওয়া – হৃতিকের এই বহুমুখী চ্যালেঞ্জ কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।

এসএফ 

×