ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কবে বিয়ে করছেন জেফার?

প্রকাশিত: ২২:৪১, ১৬ এপ্রিল ২০২৫

কবে বিয়ে করছেন জেফার?

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি চরকির ওয়েবসিরিজ অ্যালেন স্বপন ২ মুক্তি পাওয়ার পর ফের আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার। অন্যান্য তারকাদের মতো জেফারের ব্যক্তিজীবন নিয়েও রয়েছে নানা আলোচনা-সমালোচনা।

মাঝে উপস্থাপক রাফসানের সঙ্গে প্রেম-বিয়ে নিয়েও বেশ জল ঘোলা হয়েছিল। তবে আবারও চ্যানেল টুয়েন্টি ফোরের এক প্রতিবেদনে, গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তাকে বিয়ে নিয়ে কথা বলতে শোনা যায়।

শুরুতেই জেফার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি তার অভিনয় জীবন নিয়ে বেশ উচ্ছ্বাসিত। প্রথম কাজ মনোগামীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি ভাবতেই পারিনি মোস্তফা সারোয়ার ফারুকীর মতো একজন ডিরেক্টর আমাকে অভিনয়ের অফার দেবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আগে কখনোই চুল খোলা রাখতে পারতাম না। এখন এটা নর্মাল হইয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে অভিনয়ে আসার কারণে।’

তারপরেই এক গণমাধ্যমকর্মী তাকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন জেফার? তার এ প্রশ্নের উত্তরে জেফার বলেন, ‘এখন আমার জীবনটা এতো কাজ রিলেটেড যে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতেই পারছি না।’

সূত্রঃ https://www.facebook.com/share/r/1EtRBNSohK/

আরশি

×