ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মরিয়া সালমান খান

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১৬ এপ্রিল ২০২৫

মরিয়া সালমান খান

বলিউড সুপারস্টার সালমানের নিজের সময়টাই এখন মোটেও ভালো যাচ্ছে না। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ খুব একটা ভালো ব্যবসা করেনি। এরই মাঝে অবশ্য তিনি ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল তৈরির তোড়জোড় শুরু করেছেন। কিন্তু সালমান কি আবার পুরানো দাপটে ফিরতে পারবেন বলি ইন্ডাস্ট্রিতে? এই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। ত
বে সালমান কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে। নিজেকে পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত করতেই হয়তো জিমে সময় দিচ্ছেন সাল্লু ভাই।
১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে জিম করার সময়ের দু’টি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। সেখানে লিখেছেন, ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। কিন্তু কাকে ধন্যবাদ দিলেন সালমান? নিজেকে নাকি তার ভক্তদের? নাকি স্পেশাল কাউকে? পোস্টে মন্তব্য করেছেন তার হাজার হাজার শুভাকাক্সক্ষী, ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, আবারও নতুনভাবে ফিরে আসুন বস। কেউ লিখেছেন, আপনার শত্রুদের দেখিয়ে দিন। কেউ আবার লিখেছেন, আপনাকে আবারও আগের মতো দেখতে চাই।

×