ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ এপ্রিল ২০২৫

সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী নুসরাত ফারিয়া ফের আলোচনায়— তবে এবার কোনো সিনেমা নয়, সামাজিক মাধ্যমে তাঁর সাহসী উপস্থিতি ঘিরেই ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা ‘জ্বীন ৩’-এ অভিনয় করেছেন তিনি। সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও, এর ‘কন্যা’ শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত।

তবে শুধু সিনেমার পর্দা নয়, ফারিয়া পর্দার বাইরেও নিজেকে নানা রঙে উপস্থাপন করতে জানেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি। যেখানে তাঁকে সাহসী লুকে দেখা যায়। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়, হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট।

আশিক

×