
ছবি সংগৃহীত
এক দিকে বলিউডের গ্ল্যামার গার্ল উর্বশী রৌতেলা, অন্য দিকে সমাজমাধ্যমের সেনসেশন ওরহান অবত্রামণি ওরফে ওরি। দুজনেই বর্তমানে ইন্টারনেটের হট টপিক। ভাইরাল ভিডিও, রঙিন মন্তব্য, আর নাটকীয় মুহূর্তে ভরা এক জন্মদিন পার্টি—সব মিলে তৈরি হয়েছে এক জমজমাট বিনোদনমূলক দ্বন্দ্ব।
চলতি বছর উর্বশীর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এক ঝাঁ-চকচকে পার্টি, যা অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ের এক অভিজাত পানশালায়।
পার্টির অন্যতম আকর্ষণ ছিল উর্বশী ও ওরির একসাথে পারফর্ম করা। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা—নাচের মাঝে হঠাৎ উর্বশীকে এক ধাক্কা দেন ওরি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ক্লিপ।
এক সাক্ষাৎকারে ওরি নিজেই স্বীকার করে বলেন, “আমি বিশ্বাস করতে পারছিলাম না কেউ নিজের স্পটলাইট নিজেই বহন করে বেড়াতে পারে! ওর মধ্যে এমন একটা আত্মতুষ্টি আছে, যেন সব আলো শুধুই ওর জন্য। এটা দেখে মনে হয়েছিল, আমার উজ্জ্বলতাই কেউ দেখতে পাবে না।”
তিনি আরও জানান, “উর্বশী নিজের আলো নিয়ে ঘোরে। আইফোনের ফ্ল্যাশ হোক বা ক্লাবের স্পটলাইট—সব সময় আলোতে থাকতে চায়। সেই হিংসা থেকেই আমি ওকে ধাক্কা দিই, যেন আমি নিজের জায়গা তৈরি করতে পারি।”
এটি প্রথম নয়, উর্বশী নিজের সম্পর্কে প্রকাশ্যে অহংকার করার জন্য আগেও হয়েছেন সমালোচিত। সম্প্রতি তিনি বলেছিলেন, “আমার বাবা সুপারমডেলের মতো দেখতে, আমরা এমনিই সুন্দর ও ফর্সা।” এই মন্তব্য ঘিরেও ওঠে বিতর্কের ঝড়।
আশিক