ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নেহার সঙ্গে সম্পর্ক রাখতে চান না দিদি সোনু 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১৬ এপ্রিল ২০২৫

নেহার সঙ্গে সম্পর্ক রাখতে চান না দিদি সোনু 

ছবি: সংগৃহীত

কক্করদের তিন ভাইবোন একটা লম্বা সময় একে অপরকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে এসেছেন। হঠাৎ সোনুর একটি পোস্ট তাল কাটল। উঠছে প্রশ্ন। এ বার যেন নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।

কক্কর পরিবারের তিন ভাইবোনের সমীকরণ নিয়ে উঠছে প্রশ্ন। দিন দুয়েক আগেই নেহা কক্করের দিদি সোনু কক্কর দুই ভাইবোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন। যদিও বিভিন্ন সময় রিয়্যালিটি শোয়ের মঞ্চে অবশ্য দেখা গিয়েছে অন্য সমীকরণ। কখনও বোনের জন্য কাঁদছেন সোনু। আবার ছোট বয়স থেকে দিদি কষ্টের কথা বলতে গিয়ে হাপুস নয়নে দেখা গিয়েছে নেহাকে। কক্করদের তিন ভাইবোন একটা লম্বা সময় ধরে একে অপরকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে এসেছেন। হঠাৎ সোনুর একটি পোস্ট তাল কাটল। উঠছে প্রশ্ন। এ বার যেন নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।

সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট দিয়ে সোনু লেখেন, “নেহা আর টোনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আমি আর ওদের বোন নই।” এ হেন পোস্ট দেখে স্তব্ধ তাঁদের অনুরাগীরা। এ বার দাদা টোনি ও স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে চার্টাড বিমান করে ঘুরতে যাচ্ছেন তেমনই ভিডিও পোস্ট করেন নেহা। 

সেখানেই লেখেন, ‘উড়ে যাচ্ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে।” ছবির ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি’। দিদি সোনু নেই বলেই কি নেহা লিখলেন কারা তাঁর প্রিয় মানুষ! তা হলে দিদির উদ্দেশেই কোনও বার্তা দিতে চাইলেন তিনি?

শহীদ

×