ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

টেলিহোমের বর্ষবরণে তারকার মেলা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ১৫ এপ্রিল ২০২৫

টেলিহোমের বর্ষবরণে তারকার মেলা

.

১৯৯৫ সাল থেকে প্রযোজনা প্রতিষ্ঠান  টেলিহোমের কর্ণধার মোঃ আলী বশীর ও তার স্ত্রী উপস্থাপিকা, নাট্যকার, নাট্যনির্দেশক শামীমা শাম্মীর পরিকল্পনায় নিয়মিতভাবে বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বিশেষভাবে উদ্যাপিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ১৪৩২ সালের ১ বৈশাখও ব্যতিক্রম ছিল না। রাজধানীর গুলশানের জারা কনভেনশন হলে সকাল থেকেই আলী বশীর ও শামীমা শাম্মীর নিমন্ত্রণে একে একে বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবুল হায়াত, তার স্ত্রী শিরীন হায়াত, দিলারা জামান, রহমত আলী-জলি, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, তৌকীর আহমেদ, আমিন খান, মোশাররফ করিম-জুঁই, শাহনাজ খুশী, মনিরা মিঠু, মুনিরা ইউসুফ মেমী, বৃন্দাবন দাস, দিব্য সৌম্য, মীর সাব্বির-চুমকি, শাহেদ আলী দীপা, তাহমিনা সুলতানা মৌ, বিন্দু, কণা, সুষমা, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, সজল, শাহেদ-নাতাশা, নিলয়, তানিয়া বৃষ্টি, হিমি, আরশ খান, নাজনীন চুমকি, সুমাইয়া শিশু, জেবুন্নেসা টুনটুনি ও তার ছেলে নির্ঝর চৌধুরী, রাজীব সালেহীন-শর্মীমালা, মৌসুমী-শোয়েব, চয়নিকা চৌধুরী, মিম চৌধুরী, স্বাগতা, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, নিশাত প্রিয়ত, আলিফ চৌধুরী, মুকিত জাকারিয়া, চাঁদনী, শান্তা ইসলাম, নাসিম-রওনক, স্পর্শিয়া, মোমেনা চৌধুরী, নীরব-লিজা, শহীদ উন নবী, অনিক, শিরতাজ জেবিন, শেলী আহসান, পাপিয়াসহ আরও অনেকে। দুপুর দেড়টায় নিজের দল নিয়ে মঞ্চে ওঠেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা কনা। 
মঞ্চে উঠেই তিনি তার এই সময়ের জনপ্রিয় গান ‘কন্যা’ পরিবেশন করেন। মুহূর্তেই হলভর্তি দর্শক মঞ্চের কাছে এসে নাচে গানে মেতে ওঠেন। দিলারা জামান বলেন, এবারের আয়োজন অনেক অনেক গুছানো, পরিপাটি এবং বর্ণিল ছিল। আবুল হায়াত বলেন, টেলিহোমের এই আয়োজন সব সময়ই সুন্দর হয়। আমাদের নিজেদের মধ্যে দীর্ঘদিন পর একসঙ্গে দখা হওয়ার একমাত্র বড় উৎসবই বলা চলে বশীর-শাম্মীর এই আয়োজন। তাদের আন্তরিক ধন্যবাদ। এই প্রজন্মের তিন জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয়-বৃষ্টি-হিমি বলেন, অনেক সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ ছাড়া দেখা হওয়ার সুযোগ নেই। কিন্তু এখানে আসি মূলত তাদের সঙ্গে দেখা করার জন্য। মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ বশীর ভাই ও শাম্মী ভাবিকে। 

প্যানেল

×